সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধের জন্য রাজশাহীতে অবস্থান কর্মসূচি পালিত

সময়: 5:43 pm - November 12, 2020 | | পঠিত হয়েছে: 114 বার

সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধের জন্য রাজশাহীতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর ভুবনমোহন পার্কে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখা। কর্মসূচিত নগরীর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

তারা সম্প্রতি দেশে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতা ও নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, দেশে অতীতের বেশকিছু ঘটনার মত আবারও সাম্প্রদায়িক সহিংসতা বেড়েছে। সামজিক যোগাযোগমাধ্যম অপব্যবহারের মাধ্যমে নানারকম গুজব ছড়ানো হচ্ছে। এছাড়াও উগ্র ধর্মীয় মৌলবাদিতা দিন দিন বাড়ছে। এতে মানুষের জীবন হুমকির মুখে পড়ছে। এই সকল ঘটনায় সাধারণ মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়, নারী এবং শিশুরা বেশি করে সহিংসতার শিকার হচ্ছে। তাই দেশে যেন এসব নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়ে সরকার এবং প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে।

অবস্থান কর্মসূচিতে বক্তরা ১০ দফা দাবি তুলে ধরেন। দাবিতে বলা হয়, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দিতে হবে। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করা, অসাম্প্রদায়িক পরিবেশ বিনষ্টকারীদের কঠোর হস্তে দমন, সকল প্রকার ধর্মীয় সভায় মানবাধিকারবিরোধী বক্তব্য আইন করে বন্ধ করা, সংবিধানের পঞ্চাদশ সংশোধনীর মাধ্যমে গৃহীত রাষ্ট্র ধর্ম ইসলাম বাতিল করা, ধর্মের অপব্যাখ্যাকারীদের শাস্তির আওতায় আনা, ডিজিটাল নিরাপত্তা আইনের সঠিক ব্যবহার, সকল ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধ করা, ধর্ম অবমাননার নামে প্রাণ হরন বন্ধ করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা বন্ধের জন্য কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি তুলে ধরা হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- বীর মুক্তযোদ্ধা শাজাহান আলী বরজাহান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মহানগর অওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, ছাত্রনেতা তামিম সিরাজী প্রমুখ। সভাপতিত্ব করেন মহিলা পরিষদের জেলার সভাপতি কল্পনা রায়। সঞ্চলনা করেন মহিলা পরিষদের জেলার আন্দোলন সম্পাদক অনুসুয়া সরকার।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর