নতুন আঙ্গিকে নতুন ভবনে রহমানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের উদ্বোধন

সময়: 1:24 am - December 26, 2020 | | পঠিত হয়েছে: 122 বার
রাজশাহীর ঐতিহ্যবাহী রহমানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট নতুন সাজে, নতুন আঙ্গিকে নতুন ভবনে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গণকপাড়ায় জিএম টাওয়ারে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে রহমানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
এ সময় মেয়র বলেন, রহমানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট রাজশাহীর ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। দীর্ঘদিন সুনামের সাথে মানুষকে খাবার পরিবেশ করতে আসছে প্রতিষ্ঠানটি। এটির সাথে আমার ছোট বেলার স্মৃতি আছে। ছোটবেলায় আমি ও আমার ভাই এই হোটেল থেকে মজাদার সিঙ্গারা কিনে খেতাম। আমি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনা করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মো. মনিরুজ্জামান ও বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতির রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকু। রহমানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ আহমেদ খানের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, জিএম টাওয়ারে মালিক গোলাম আরিফ জিয়া, রহমানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টের পরিচালকবৃন্দ এজাজ আহমেদ খান, জুবায়ের আহমেদ খান, শাহাবাজ আহমেদ খান, আসাদ আহমেদ খান, শওকত আহমেদ খান ও আসলাম আহমেদ খানসহ নগরীর বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর