জিয়াউর রহমানকে বির্তকিত করা হচ্ছে: বিএনপি নেতা দুলু

সময়: 2:17 pm - February 13, 2021 | | পঠিত হয়েছে: 165 বার

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন- স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্টজিয়াউর রহমানের ঘোষণায় অধ্যাপক শাহজাহান মিঞাসহ বীরমুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে নিয়ে পাকহানাদার বিরুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব নিয়ে আওয়ামী লীগ নাটক করছে। তাঁকে নিয়ে বির্তকিত করা হচ্ছে। শুক্রবার বিকেলে শিবগঞ্জ পৌর নির্বাচনে স্বর্ণকারপট্টি এলাকায় আয়োজিত বিএনপির ধানের শীষের প্রার্থী ওজিউল ইসলাম ওজুল মিঞার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আল জাজিরার সংবাদ ধামাচাপা দিয়ে মানুষের মনোযোগ অন্যদিকে ফিরিয়ে নিয়ে যেতেই জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব নিয়ে আওয়ামী লীগ নাটক শুারু করেছে। কিন্তু তাদের ষড়যন্ত্র দেশের মানুষ সফল হতে দেবে না। ষড়যন্ত্র-চক্রান্ত করে বাংলাদেশের ইতিহাস থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে জিয়াউর রহমানের নাম মানুষের মন থেকে মুছে ফেলতে পারবে না। যারা মনে করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করা হলেই তাকে মানুষের মন থেকে মুছে দেওয়া হবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। অনুষ্ঠানে আশরাফুল হকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা, জেলা বিএনপি নেতা গোলাম জাকারিয়া, আব্দুল ওয়াহেদ, ধানের শীষের প্রার্থী ওজুল ইসলাম ওজুল মিঞাসহ অন্যরা। রোববার ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপের শিবগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর