সরকারের মূল লক্ষ্য উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তোলা : এমপি শিমুল

সময়: 3:23 pm - February 23, 2021 | | পঠিত হয়েছে: 125 বার

নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল বলেছেন, অনগ্রসর জনগোষ্ঠীকে পেছনে ফেলে রেখে দেশের সুষম ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ দেশের অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠীকে চিহ্নিত করে তাদের দেশের উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে। সেই লক্ষ্য নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের মূল লক্ষ্য উন্নত, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।

মঙ্গলবার দুপুরে নাটোর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রাণিসম্পদ বিভাগ প্রদত্ত উপকারভোগী ৫২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে উন্নত জাতের বকনা গরু, খাদ্য ও ছাউনি নির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক শামসুল ইসলাম, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন আনু, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের প্রতিনিধি প্রদীপ লাকড়া প্রমুখ।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর