বগুড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ যাত্রী নিহত

সময়: 11:43 am - March 20, 2021 | | পঠিত হয়েছে: 178 বার

বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

 

শুক্রবার দিনগত রাত ২টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দশমাইল নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন জানান, দিবাগত রাত ২টার দিকে ঢাকাগামী নাবিল পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ ইউনিয়নের দশমাইল নামক স্থানে পৌঁছায়।

 

এ সময় বিপরীত দিক থেকে আসা দৃষ্টি পরিবহন নামের আরেকটি বাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।

 

দুর্ঘটনায় গুরুতর আহত ১২ জনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর