পাবনায় বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার; আটক ১

সময়: 7:20 pm - April 29, 2021 | | পঠিত হয়েছে: 137 বার
পুলিশ সুপার, পাবনা মহোদয়ের নির্দেশক্রমে গত ইং-২৮/০৪/২০২১ তারিখ-২৩.৪৫ ঘটিকার সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জনাব মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি আভিযানিক দল পাবনা সদর থানাধীন ছোট শালগাড়ীয়া এলাকায় মোঃ তালেব, পিতা-মৃত মেছের এর মালিকানাধীন ভাড়াটিয়া মোঃ রাজু আহমেদ রনির অস্থায়ীভাবে নির্মিত যৌন উত্তেজক সিরাপ তৈরীর কারখানায় অভিযান চালিয়ে নিন্ম বর্ণিত আলামত জব্দ করেন।
আলামতের বর্ননাঃ ১। নেহা ফ্রুট সিরাপ ৫০ মিলি ৫২৩২ টি বোতল, যাহার মূল্য-(৫২৩২x৬৫)=৩,৪০,০৮০ টাকা। উল্লেখ্য প্রতিটি সিরাপ ভেজাল যুক্ত। ২। নেহা ফ্রুট সিরাপ ১০০ মিলি ৬০০ টি বোতল, যাহার মূল্য-(৬০০ x৭০)=৪২০০০ টাকা। ৩। বস ফ্রুট সিরাপ ৫০ মিলি ৩৯৬০ টি বোতল, যাহার মূল্য-(৩৯৬০x৭০)=২৭৭২০০ টাকা। উল্লেখ্য প্রতিটি সিরাপ ভেজাল যুক্ত। ৪। বস ফ্রুট সিরাপ ১০০ মিলি ৩২৪০ টি বোতল, যাহার মূল্য-(৩২৪০x৮০)=২,৫৯,২০০ টাকা। ৫। টাচ ফ্রুট সিরাপ ৪০ মিলি ৪৬৮০০ টাকা। উল্লেখ্য প্রতিটি সিরাপ ভেজাল যুক্ত। ৬। জিনসিং প্লাস ১০০ মিলি ৩৬০ টি বোতল, যাহার মূল্য-(৩৬০x৬০)=২১৬০০ টাকা। ৭। একটি নীল রংয়ের কনটেইনারে MANGO FLAVOUR তরল ০২(দুই) লিটার। ৮। জব্দকৃত ফ্রুট সিরাপ গুলির তৈরীর কাঁচামাল সাদা গুড়া জাতীয় রাসায়নিক পদার্থ ০৩(তিন) কেজি। ৯। একটি প্লাস্টিকের বস্তার মধ্যে সাদা গুড়া জাতীয় রাসায়নিক পদার্থ ০৪ কেজি। ১০। অপর একটি প্লাস্টিকের বস্তার মধ্যে সাদা গুড়া জাতীয় রাসায়নিক পদার্থ ০৩ কেজি। ১১। কথিত স্পিরিট (এ্যালকোহল) জাতীয় তরল পদার্থের ০৫ টি বোতল। যাহার প্রতিটি বোতলে ০১ লিটার স্পিরিট বিদ্যামান। ১২। ১০ টি সিলভার রংয়ের ফয়েল পেপারের প্যাকেটে সিরাপ কালারিং করা রাসায়নিক পদার্থ। যাহার প্রতিটি প্যাকেটের ওজন-০১ কেজি করে। এবিষয়ে পাবনা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন।
আটককৃত হলেন- ১। মোঃ রাজ আহমেদ @ রনি (৪০), পিতা-মৃত আফজাল হোসেন, সাং-ছোট শালগাড়ীয়া, থানা-পাবনা সদর, জেলা-পাবনা।
রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর