রাজশাহীতে বর্তমান কোয়ারেন্টিনে ৩৪০ জন

সময়: 12:50 pm - April 23, 2020 | | পঠিত হয়েছে: 199 বার

রাজশাহীতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত আটজনের সাতজনই এসেছেন ঢাকা, নারায়নগঞ্জ ও গাজীপুর থেকে। অপরজনের ছেলে এসেছেন ঢাকা থেকে। ফলে বাহির থেকে আসা মানুষদের মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কা রয়েছে এ জেলায়। ফলে অন্য জেলা থেকে আসা লোকজনকে খুঁজে বের করে কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থা করছে পুলিশ ও স্বাস্থ্য কর্মীরা। এর অংশ হিসেবে বুধবার রাত থেকে গত ২৪ ঘন্টায় নতুন ১২ জনকে কোয়ারেন্টিনে নেয়া হয়। এ নিয়ে রাজশাহীতে বর্তমান কোয়ারেন্টিনে রয়েছেন ৩৪০ জন।

জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, ঢাকাসহ চারটি জেলা থেকে রাজশাহী আসা ১২ জনকে নতুন করে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। এদের মধ্যে ঢাকা থেকে এসেছে আটজন, কুমিল্লা থেকে একজন, ফেনী থেকে একজন ও রংপুর থেকে দুইজন এসছেন। ১২ জনের মধ্যে রাজশাহী নগরে সাতজন ও তানোরে পাঁচন রয়েছেন।

রাজশাহী এ পর্যন্ত এক হাজার ৬০৭ জনকে কোয়ারেন্টিনে নেয়া হয়। এর মধ্যে এক হাজার ২৬৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ৩৪০ জন। এখন পর্যন্ত রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে আটজন।

তাদের সাতজনকে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে একজনকে রাজশাহী সংক্রমক ব্যাধি হাসপাতালে করোনা ওয়ার্ডে রাখা হয়েছে। বাকিরা নিজ নিজ বাড়ে আইসোলেশনে চিকিৎসাধীন। আক্রান্তদের মধ্যে রাজশাহীর পুঠিয়া উপজেলার পাঁচজন, বাগমারার একজন ও মোহনপুরে একজন ও বাঘার একজন। তাদের মধ্যে পাঁচজন নারী ও তিনজন পুরুষ।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর