রাজশাহীর শিরোইল পুলিশ ফাঁড়ি ‘লকডাউন’ ১৮ সদস্য কোয়ারেন্টাইনে

সময়: 4:03 pm - May 26, 2020 | | পঠিত হয়েছে: 452 বার

রাজশাহী নগরের বোয়ালিয়া থানা এলাকার শিরোইল পুলিশ ফাঁড়ির কার্যক্রম স্থগিত (লকডাউন) ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এই ফাঁড়িতে কর্মরত ১৮ জনকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়। মঙ্গলবার (২৬ মে) সকালে করোনা পরীক্ষার জন্য ইনচার্জের নমুনা সংগ্রহ করার পর ফাঁড়ির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, গত ২৩ মে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোশাররফ হোসেন নামে একজন এসআইয়ের মৃত্যু হয়েছে।

তার স্ত্রীর ছোট ভাই (শ্যালক) শিরোইল ফাঁড়ির ইনচার্জ। তিনি অসুস্থ ভগ্নিপতিকে দেখতে গিয়েছিলেন। এতে তিনিসহ ফাঁড়ির সদস্যদের মধ্যে করোনা সংক্রমিত হওয়ার সন্দেহে তাদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে মঙ্গলবার ইনচার্জের নমুনা সংগ্রহ করা হয়।ওসি নিবারণ আরও বলেন, ইনচার্জের নমুনা পরীক্ষার ফলাফল আসা পর্যন্ত ফাঁড়ির সব কার্যক্রম স্থগিত (লকডাউন) ঘোষণা করা হয়েছে। আমরা এটিকে আপাতত ডিউটি বিরতি বলছি লকডাউন নয়।

ফলাফল পজেটিভ আসলে লকডাউন ঘোষণা করে ফাঁড়ির অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে। তার আগ পর্যন্ত বোয়ালিয়া থানা পুলিশ ওই এলাকায় ডিউটি দিবে বলে জানান তিনি।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর