অবিভক্ত ভারতের রেলমন্ত্রী ছিলেন শিবগঞ্জের ব্যারিস্টার খাবিরুদ্দিন

সময়: 2:08 pm - June 2, 2020 | | পঠিত হয়েছে: 910 বার

ভারতীয় উপহাদেশের প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার খাবিরুদ্দিন আহমেদ (কে আহমেদ)ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের কৃতি সন্তান। তিনি ১৮৭০ সালে ব্রিটিশ ভারতের মালদহ জেলার কানসাট এর বিশ্বনাথপুর গ্রামে (বর্তমান শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন) জন্মগ্রহণ করেন ।

তিনি উচ্চ শিক্ষা অর্জনের জন্য কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং লন্ডনের গ্রে ইন থেকে বার এট ল (আইন) বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। লন্ডন থেকে ভারতে ফিরে এসে তিনি কলকাতা হাইকোর্টে আইন পেশায় মনোনিবেশ করেন এবং পরবর্তীতে দিল্লীর ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হলে সেখানে আইন পেশায় সম্পৃত্ত হন পাশাপাশি ব্রিটিশ ভারতের জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত হন।

তিনি প্রথমে অল ইন্ডিয়া ইনডিপেনডেন্ট ডেমোক্রেটিক পার্টির অন্যতম প্রতিষ্ঠা সদস্য হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হন এবং পরবর্তীতে অল ইন্ডিয়া মুসলিম লীগের একজন ডাকসাইটে নেতা হিসেবে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন। ১৯২০ সাল থেকে আমৃত্যু ১৯৩৯ সাল পর্যন্ত মেম্বার অফ সেন্ট্রাল লেজিসলেটিভ এসেম্বলী (এম এল এ /রাজশাহী রুরাল মুসলিম) নির্বাচিত হন এবং ১৯৩৪-৩৯ সাল আমৃত্যু তদানীন্তন অবিভক্ত ভারতের রেলমন্ত্রী হিসেবে দ্বায়িত্ব পালন করেন। শেরে বাংলা এ কে ফজলুল হক ব্যারিস্টার খাবিরুদ্দিন আহমেদ এর জুনিয়র হিসেবে কলকাতা হাইকোর্টে আইন পেশায় সম্পৃক্ত ছিলেন।

শেরে বাংলা এ কে ফজলুল হক সাহেবকে বাকেরগঞ্জ থেকে MLA নির্বাচিত করতে তৎকালীন রেলমন্ত্রী ব্যারিস্টার কে আহমেদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সমগ্র ভারতবর্ষ ও অবিভক্ত বাংলার রেলপথের উন্নয়ন ও আধুনিকীকরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

১৯৩৯ সালে রেলমন্ত্রী থাকাকালীন ব্রিটিশ ভারতের এই মহীরুহ রাজনীতিক দিল্লিতে নিজ বাসভবনে ইন্তেকাল করলে দিল্লিতেই তাঁকে সমাহিত করা হয়। ব্যক্তিগত জীবনে অবিবাহিত মহান এই নেতার স্মরণে তৎকালীন ভারতের বৃটিশ সরকার দিল্লির একটি সড়কের নামকরণ করেন, ব্যারিস্টার কে আহমেদ স্ট্রীট।

মরহুম প্রবাদপ্রতীম রাজনীতিবিদ ব্যারিষ্টার কে আহমেদ এর পরিবারের পঞ্চম প্রজন্মের প্রতিনিধিদের দাবি ও একটি চাওয়া মরহুম এই নেতার নামে “শিবগঞ্জ উপজেলা থেকে কানসাট হয়ে সোনামসজিদ স্থলবন্দর” পর্যন্ত সড়কটি ব্যারিষ্টার কে আহমেদ মহাসড়ক হিসেবে নামকরণ করা হোক। উক্ত বিষয়ে মরহুমের পরিবারের বর্তমান প্রজন্মের প্রতিনিধিরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করেন ।

পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ –১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সকলের প্রতি উপযুক্ত ব্যবস্হা গ্রহণে আন্তরিক সহযোগিতা কামনা করেন।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ জনপদের মহান এই নেতার প্রতি আমাদের হাজার সালাম ও শ্রদ্ধা।

 

লেখক : ওয়ালিদ আহমেদ

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক

সদস্য , কেন্দ্রীয় উপ কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর