চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সামান্য বৃষ্টিতে রাস্তা সয়লাব

সময়: 5:33 pm - July 21, 2020 | | পঠিত হয়েছে: 274 বার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টিপাতে রাস্তার ওপর জমে থাকে পানি। চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বহলাবাড়ির মোড়ে সড়ক জনপদ বিভাগের রাস্তার পাশে ড্রেন থাকলেও পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই।

সোমবার রাতে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টিপাতে রাস্তার ওপর পানি জমে যাওয়ায় ভারী যানবাহন (পণ্যভর্তি ট্রাক) বহলাবাড়ির মোড়ে এসে দাঁড়িয়ে থাকে। রাস্তার পূর্ব পাশে রয়েছে ড্রেন এবং পানি জমে যাওয়ার জন্য রয়েছে কয়েকটি বড় খাদ।

মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর জানান, ছত্রাজিতপুর ইউনিয়নের বহলাবাড়ি মোড় থেকে জাহাঙ্গীরপাড়া ফেরিঘাট পর্যন্ত ড্রেনটি ইউনিয়ন পরিষদ থেকে সংস্কার না করায় পানি নিষ্কাশন হচ্ছে না; ফলে সড়ক ও জনপদ রাস্তার ওপর জমে থাকছে পানি।

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ড্রেনটি দ্রুত পরিষ্কার করার জন্য নির্দেশ দেয়া হচ্ছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর