রাজশাহী বিভাগে করোনায় মৃত্যুর মোট সংখ্যা বেড়ে ২৫১

সময়: 5:49 pm - August 28, 2020 | | পঠিত হয়েছে: 315 বার

রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫১ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার বিভাগের নওগাঁ জেলায় দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এ পর্যন্ত সর্বোচ্চ ১৫০ জন মারা গেছেন বগুড়ায়। এ ছাড়া রাজশাহীতে ৪০ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২, নওগাঁয় ১৯, নাটোরে ৫, জয়পুরহাটে ৫, সিরাজগঞ্জে ১১ এবং পাবনায় ৯ জন মারা গেছেন।

বৃহস্পতিবার বিভাগে নতুন ১৪০ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ৬১ জনের বাড়ি বগুড়ায়। এ ছাড়া রাজশাহীতে ৩৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ২৩ , জয়পুরহাটে ৩ এবং সিরাজগঞ্জে ১৭ জন শনাক্ত হয়েছেন।

বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৪৫৫ জন। এর মধ্যে সর্বোচ্চ ৬ হাজার ৫১৩ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এ ছাড়া রাজশাহীতে ৪ হাজার ৫১৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৬৮৮, নওগাঁয় ১ হাজার ১২২, নাটোরে ৮২৭, জয়পুরহাটে ৯১১, সিরাজগঞ্জে ১ হাজার ৮৯৯ এবং পাবনায় ৯৮১ জন শনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার বিভাগের ৯৯ রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে ৪৮ জনের বাড়ি বগুড়ায়। এ ছাড়া রাজশাহীর ৪০ জন, নওগাঁর ৮ এবং সিরাজগঞ্জে ৩ জন করোনাভাইরাস জয় করেছেন। বিভাগে এ পর্যন্ত করোনা জয় করেছেন ১২ হাজার ৪০০ জন। এর মধ্যে রাজশাহীর ২ হাজার ৯৭৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪২৬, নওগাঁর ১ হাজার ১, নাটোরের ৫৫৮, জয়পুরহাটের ২২৩, বগুড়ার ৫ হাজার ৩৯৯, সিরাজগঞ্জের ৯৭০ এবং পাবনার ৮৪৭ জন করোনামুক্ত হয়েছেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর