রাজশাহী বিভাগে একদিনেই করোনায় আক্রান্ত ৭০, সুস্থ ১৫৪ জন

সময়: 8:23 pm - September 2, 2020 | | পঠিত হয়েছে: 425 বার

রাজশাহী বিভাগে একদিনে ৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। মঙ্গলবার তারা শনাক্ত হন। আর এ দিন বিভাগজুড়ে ১৫৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

বিভাগের মধ্যে এ পর্যন্ত বগুড়ায় সর্বোচ্চ ১৫৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১২ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে আটজন, জয়পুরহাটে পাঁচজন, সিরাজগঞ্জে ১২ জন এবং পাবনায় ৯ জন মারা গেছেন।

মঙ্গলবার শনাক্ত ৭০ জনের মধ্যে সর্বোচ্চ ২৪ জনের বাড়ি বগুড়া। এছাড়া এ দিন রাজশাহীতে ১৭ জন, নওগাঁয় চারজন, জয়পুরহাটে একজন এবং সিরাজগঞ্জে ১০ জন এবং পাবনায় ১৪ জন শনাক্ত হয়েছেন।

বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৯৯৭ জন। এর মধ্যে সর্বোচ্চ ৬ হাজার ৭৬১ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪ হাজার ৫৯৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭০২ জন, নওগাঁয় এক হাজার ১৫৬ জন, নাটোরে ৮৫৫, জয়পুরহাটে ৯৫৭, সিরাজগঞ্জে ১ হাজার ৯৪৮ জন এবং পাবনায় এক হাজার ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার সুস্থ হওয়া ১৫৪ জনের মধ্যে ৫২ জনের বাড়ি বগুড়া। এছাড়া এ দিন রাজশাহীতে ৩১ জন, চাঁপাইনবাবগঞ্জে ১০ জন, নওগাঁয় একজন, নাটোরে ১৩ জন, সিরাজগঞ্জে ৪১ জন এবং পাবনায় ছয়জন করোনা জয় করেছেন।

বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩৫৮ জন। এর মধ্যে রাজশাহীর ৩ হাজার ২১২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৫১ জন, নওগাঁর এক হাজার ৩৪ জন, নাটোরের ৬১৬ জন, জয়পুরহাটের ২২৮ জন, বগুড়ার ৫ হাজার ৬৯২ জন, সিরাজগঞ্জের এক হাজার ১৪৪ জন এবং পাবনার ৮৮১ জন করোনামুক্ত হয়েছেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর