রাসিকের ১৯নং ওয়ার্ডে তিনটি রাস্তার কার্পেটিং কাজ সম্পন্ন
সময়: 5:25 pm - October 31, 2020 | | পঠিত হয়েছে: 105 বার
রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের দিক-নির্দেশনায় মহানগরীর ৩০টি ওয়ার্ডে রাস্তা, ড্রেনসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন চলমান রয়েছে। এরমধ্যে মহানগরীর ১৯নং ওয়ার্ডে তিনটি রাস্তার কার্পেটিং কাজ সম্পন্ন হয়েছে। শনিবার রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শন করেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
তিনি জানান, মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয়ের নির্দেশনায় শিরোইল কলোনি ৫ নং গলি কিছুক্ষণ ভিলা থেকে জয়গাম মিয়ার বাড়ি পর্যন্ত ড্রেন ও নতুন কার্পেটিং সড়ক, ছোটবনগ্রাম পূর্বপারা কয়লা ফ্যাক্টরির সামনে রাস্তা কার্পেটিং, ছোটবনগ্রাম পূর্বপারা জেসমিন ভিলা থেকে শিবলীর বাড়ি পর্যন্ত কার্পেটিং সড়ক নির্মাণ সম্পন্ন হয়েছে। এছাড়া বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মীর আক্তার লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার মোঃ আফজাল হোসেন, রাসিক সহকারী প্রকৌশলী মোঃ মোকাম্মেল হোসেন পপি, কার্য্যসহকারী আব্দুল মতিন, ১৯ নং ওয়ার্ড (দক্ষিন) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ওয়ার্ড সচিব মোঃ নুরুল ইসলাম ফয়সাল প্রমুখ।