কাটাখালীতে আ.লীগ, পুঠিয়ায় বিএনপি জয়ী

সময়: 9:24 pm - December 28, 2020 | | পঠিত হয়েছে: 145 বার

রাজশাহীর কাটাখালী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ এবং পুঠিয়ায় বিএনপির প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। সোমবার পবা ও পুঠিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তারা নির্বাচনে জয়ী হওয়ার বিষয় নিশ্চিত করেছে।

এদের মধ্যে কাটাখালীতে মেয়র পদে বিপুল ভোট পেয়েছেন পৌর আ.লীগের আহ্বায়ক আব্বাস আলী। তিনি ভোট পেয়েছেন ১৬ হাজার ১৬৫ ভোট। আর পুঠিয়ায় বিএনপির প্রার্থী আল মামুন খান ৫৯২০ ভোট।

পুঠিয়া পৌরসভা রিটার্নিও কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, পুঠিয়ায় পৌরসভায় বিএনপির প্রার্থী আল মামুন খান ৫৯২০ ভোট পেয়ে ৭৬২ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। আর আওয়ামী লীগ প্রার্থী বর্তমন মেয়র রবিউল ইসলাম পেয়েছেন ৫১৫৮ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম নয়ন পেয়েছে ১১৭৪ ভোট।

পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিক জানান, কাটাখালী পৌরসভায় ১৬ হাজার ১৬৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন আব্বাস আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক মাজিদুর রহমান পেয়েছেন ৮৫৬ ভোট। এছাড়াও বিএনপি প্রার্থী অধ্যাপক সিরাজুল হক ৭৩, স্বতন্ত্র প্রার্থী আবু সামা ৪৭ ও খোকনুজ্জামান মাসুদ ৭২ ভোট পেয়েছে।

পুঠিয়া ও কাটাখালী পৌরসভায় প্রথমবারের মতো ভোট হয়েছে ইভিএমে। সোমবার সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। কাটাখালী পৌরসভায় ভোটার ২৫ হাজার ও পুঠিয়া পৌরসভার ১৬ হাজার ৬৩৩ জন ভোটার ছিল। ভোটগ্রহণ চলাকালে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর