অনার্স ও মাস্টার্সসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা নেওয়ার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ ও মানববন্ধন
অনার্স ও মাস্টার্সসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে রাজশাহী কলেজের সাধারণত শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে রাজশাহী কলেজ হতে একটি বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি নগরীর জিরোপয়েন্ট প্রদক্ষিণ করে সেখানেই মানববন্ধন করে।
শিক্ষার্থীদের দাবি করোনাকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেসকল পরীক্ষা স্থগিত আছে সেই সকল পরীক্ষা আবিলম্বে শেষ করা।
শিক্ষার্থীরা জানান, এই সময়ে সকল কিছুই স্বাভাবিকভাবে চলছে শুধু শিক্ষার্থীদের পরীক্ষা ও ক্লাসসহ সকল কিছু আটকে থাকছে। এক দেশে দুই নীতি হতে পারে না। শিক্ষার্থীদের বৈষম্যের শিকার হচ্ছে তাই স্বাস্থ্যবিধি মনে সকল পরীক্ষা অবিলম্বে শেষ করতে হবে। সেশনজটে আটকে গিয়ে শিক্ষার্থীদের শিক্ষা জীবন নষ্ট হচ্ছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের দাবি মেনে নেবার জন্য শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। আর যদি এই সময়ের মধ্যে দাবি মেনে না নেওয়া হয় তাহলে শনিবার হতে আবারও লাগাতার আন্দোলনের রাজপথে নামবে বলে হুশিয়ারী প্রদান করে।
মানববন্ধন শেষ শিক্ষার্থীরা আবারও বিক্ষোভ করতে করতে রাজশাহী কলেজ ক্যাম্পাসে এসে শেষ করে এবং শনিবার আবারও সকল শিক্ষার্থীদের একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়।
রাজশাহী বার্তা/admin