রাজশাহীতে অসহায় মানুষের পাশে ঢাবি’র দুই শিক্ষার্থী
প্রাণঘাতি করোনা ভাইরাস আতংকে কাজ করতে না পারা অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি দুই শিক্ষার্থী। বুধবার ও আগেরদিন মঙ্গলবার রাজশাহী নগরীর কুমারপাড়া, লক্ষীপুর, তালাইমারী, ভদ্রাসহ বিভিন্ন এলাকার ১০০ জন অসহায় মানুষকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেন তারা।
ওই দুই শিক্ষার্থী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী রাবিয়া ইসলাম ও প্রথম বর্ষের ছাত্রী তাসনিয়া আনিকা রিশা। এদের মধ্যে রাবিয়ার বাড়ি রাজশাহী নগরীর লক্ষ্মীপুর আর আনিকার বাড়ি হাদির মোড় এলাকায়।
এসময় তারা প্রত্যেকের হাতে দুই কেজি করে চাল, এক কেজি করে আলু, আধা কেজি ডাল, ২৫০ গ্রাম মুড়ি, ১০০ গ্রাম চানাচুর ও একটি জীবাণুনাশক সাবান তুলে দেন। একইসঙ্গে তারা নিজেদের তৈরি একটি করে মাস্ক বিতরণ করেন।
রাবিয়া ও আনিকা জানান, বয়স্ক রিকশাচালক, প্রতিবন্ধী, বয়সের ভারে কাজ করতে পারেন না এমন ধরণের অসহায় মানুষকে খুঁজে বের করে তাদের হাতে ত্রাণ সামগ্রী দিয়েছেন তারা। তারা জানান, দেশের এই পরিস্থিতিতে সকলের এগিয়ে আসা উচিত। তাই বিশ্ববিদ্যালয় বন্ধের পর বাসায় এসে তারা দু’জনে মিলে ১০০টি মাস্ক তৈরি করেছেন বিতরণের জন্য। এছাড়া তাদের নিজেদের টাকা, বাবা, মা, আত্মীয়স্বজন ও বিভাগের বন্ধু-বান্ধবদের থেকে টাকা সংগ্রহ করে এই উদ্যোগ নেন। তারা গণহারে সবাইকে দিতে পারছেন না। বিশেষ করে যারা ত্রাণের জন্য যেতে পারেন না বা লাইনে দাঁড়াতে পারেন না, তাদেরকে তারা ত্রাণ দিয়েছেন। শহরে এ ধরনের মানুষ অনেক রয়েছে বলে তাদের ধারণা।
রাজশাহী বার্তা/admin