তানোর পৌর সদরের গাইনপাড়ার রাস্তাটি পাকা না হওয়ায় চরম দূর্ভোগ

সময়: 10:17 pm - June 29, 2020 | | পঠিত হয়েছে: 144 বার

তানোর পৌর সদরের গাইনপাড়া গ্রামের একমাত্র রাস্তাটি পাকা না হওয়ায় চরম দূর্ভোগে জনসাধারণ। তানোর পৌর সভার ৫নং ওয়ার্ড ও পৌরসভার সদর গ্রাম গাইনপাড়া গ্রামে প্রবেশের একটি মাত্র রাস্তার দীর্ঘদিরেও পাকা করণ করা হয়নি। ফলে ভোগান্তির মধ্যে দিয়েই গ্রামবাসীকে কাঁদা পানি ভেঙ্গেই চলাচল করতে হচ্ছে।

গ্রামবাসীরা বলছেন, দীর্ঘদিন আগে রাস্তাটির কিছু অংশ ইটছলিং করা হয়েছিলো তা ভেঙ্গে প্রায় মাটির রাস্তায় পরিনত হয়েছে। ইটগুলো ভেঙ্গে সৃষ্টি হওয়া ছোট বড় গতগুলো কাদা পানিতে ভরে থাকছে। ফলে কোণ যানবাহন চলাচল করথে পারেনা।

ওই রাস্তাটি পাকা না হওয়ায় গাইনপাড়া গ্রামের পশ্চিমের জমির মাঠ থেকে ফসল আনা নেয়াসহ কৃষি কাজে কৃষকদের চরম দূর্ভোগের স্বীকার হতে হচ্ছে। কৃষি পন্য পরিবহন, অসুস্থ কোন ব্যক্তিকে নিয়েও পড়তে হচ্ছে দুর্ভোগে।

ভ্যান, মোটরসাইকেল, টলি, ট্রাক, শ্যালো ইঞ্জিন চালিত গাড়ী, অটো রিকশাসহ সকল ধরনের যানবাহন চলাচলে করতে পারছে না। একটু বৃষ্টি হলেই মটরসাএকলসহ কোণ রকমের যানবাহন চলাচল করতে পারেনা। ফলে পায়ে হেটেই চলাচল করথে হয়ে গ্রামবাসীকে। রাস্তাাটি পাকা করণের দাবি তুলেছেন গ্রামবাসী।

এবিষয়ে তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজান বলেন, আগামীতে ওই রাস্তাটি পাকা করণ করা হবে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর