রাজশাহীতে মশুলধারে বৃষ্টি, নগরীর অধিকাংশ রাস্তায় হাঁটুপানি

সময়: 9:09 pm - July 14, 2020 | | পঠিত হয়েছে: 443 বার

সম্প্রতি রাজশাহীতে প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছে। কখনো গুড়ি গুড়ি আবার কখনো মশুলধারে। এমন বৃষ্টি ঝড়াছে দিন-রাতে। এই বৃষ্টিতে নগরীতে দেখা দিয়েছে জলবন্ধতা। রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়ক ও এলাকায় জলবন্ধতা সৃষ্টি হয়েছে।

নগরীর গোরহাঙ্গা রেলগেট, উপশহর, টিকাপাড়া, তালাইমারী নর্দান মোড়ে বৃষ্টির পানি জমে থাকতে দেখা গেছে। এসব এলাকার মানুষদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, রাজশাহীতে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ৩৬ দশমিক ৬ মিলিমিটার। আর আজ মঙ্গলবার সকাল ছয়টার পর থেকে দুপুর পর্যন্ত ২০ দশমিক ৪ মিলিমিটরা বৃষ্টিপাত হয়েছে।

এদিকে, বৃষ্টিপাতের ফলে অনেকটাই দুর্ভোগে পড়েছে খেতে খাওয়া মানুষগুলো। নিম্ন আয়ের মানুষগুলোকে বৃষ্টিতে ভিজেই কাজ করহে হচ্ছে পেটের দায়ে। অনেকেই আবার ছাতা বা রেইনকোর্ট পড়ে রিকশা চালাতে দেখা গেছে। -সিল্কসিটি নিউজ

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর