জয়পুরহাটে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ৩ সদস্য আটক
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী বাজারে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্প।
আটককৃতরা হলেন-জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার শালবন গ্রামের বাবলু ছেলে মিন্টু (৩০), ইকরগাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে নুরুজ্জামান জনি (২২), ফকিরপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে আব্দুর রহিম (২৭)।
বুধবার বেলা ৪টা ৩০ মিনিটে বটতলী বাজারে নিউ আশিক-মিমি সুপার মার্কেটের মেসার্স ফাতেমা ট্রেডার্স নামক দোকানে ছিনতাই করাকালীন জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল তাদের আটক করে।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ জানান, জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানাধীন বটতলী বাজারে নিউ আশিক-মিমি সুপার মার্কেটের মেসার্স ফাতেমা ট্রেডার্স নামক দোকানে ছিনতাই করাকালীন ৪ টি দেশীয় অস্ত্র (হাসুয়া, ডেগার এবং চাকু) সহ তাদের হাতেনাতে আটক করা হয়।
ছিনতাইকারীদের বিরুদ্ধে মেসার্স ফাতেমা ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী কর্তৃক জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রাজশাহী বার্তা/admin