রাজশাহীতে স্বাস্থ্যবিধি না মানায় ৩৫ জনকে জরিমানা
সময়: 8:52 pm - April 18, 2021 | | পঠিত হয়েছে: 235 বার
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন অমান্য করায় রাজশাহীতে একজনকে কারাদণ্ড ও ৩৫ জনকে জরিমানা করা হয়েছে।
সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মূল আইন-২০১৮ এর (দণ্ডবিধি ১৮৬০) ধারা লঙ্ঘন করায় রোববার (১৮ এপ্রিল) দুপুরে এ জেল-জরিমানা করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার জানান, গত শনিবার (১৭ এপ্রিল) এ আইন লঙ্ঘন করার অপরাধে মোট ৩৯ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। রোববার একজনকে সাতদিনের কারাদণ্ড নেওয়া হয়েছে। এছাড়া ৩৫ জনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সচেতনা সৃষ্টির লক্ষ্যে ৫২০টি মাস্ক বিতরণ করা হয়েছে।
জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
রাজশাহী বার্তা/admin