যে কারণে ৩ দিন বিশ্রাম পেলেন ক্রিকেটাররা

সময়: 8:34 pm - September 26, 2020 | | পঠিত হয়েছে: 158 বার

শ্রীলংকা সফর নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় জাতীয় দলের খেলোয়াড়রা অনুশীলনে তিনদিন বিশ্রাম পাচ্ছেন। এসময়ের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ট্যুর সম্পর্কে পরিষ্কার চিত্র পাবে।

লংকা সফর সামনে রেখে গত ১৯ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারের স্কিল অনুশীলন শুরু হয়েছিল। এরই মধ্যে খেলোয়াড়দের অনুশীলনে বিরতি দিয়েছে বোর্ড।

তবে অনুশীলন না থাকলেও পরিবারের কাছে যেতে পারবেন না কোনও ক্রিকেটার। এ তিনদিন জৈব সুরক্ষা পরিবেশে তাদের হোটেলেই থাকতে হবে।
শনি ও রোববার শ্রীলংকায় সরকারি ছুটি হওয়ায় সফর নিয়ে আগামী সোম বা মঙ্গলবার চূড়ান্ত সিদ্বান্ত জানার আশা করছে বিসিবি।

গত বৃহস্পতিবার রাতে লংকান ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, কোভিড-১৯ নির্দেশিকা যদি বাংলাদেশ মানতে রাজি না হয়, তাহলে এ বছর সিরিজটি আমাদের স্থগিত করতে হবে। আগামী বছর বা পরের বছর তা আয়োজনের চিন্তা করব।
কিন্তু এ বিষয়ে লিখিত চিঠি বা ই-মেইল চাইছে বিসিবি। পরবর্তীতে এ বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাবে বোর্ড বলে জানান অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

তিনি বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে কোনও চিঠি ও মেইল এখনো পাইনি। কিছু না আসলে, বাইরে কি হচ্ছে, সেই সর্ম্পকে আমি কিছুই বলতে পারব না।
আকরাম বলেন, আমি মনে করি, শ্রীলংকাও এ সফর নিয়ে আশাবাদী। শনি ও রোববার দেশটিতে সরকারি ছুটি হওয়ায় সফর নিয়ে আগামী সোম বা মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে তারা। যাহোক না কেন, আমরা আগামীকাল শ্রীলংকায় যাচ্ছি না। যদি সবকিছু ইতিবাচক থাকে তাহলে আগামী মাসের ৭-১০ তারিখের মধ্যে সেখানে যেতে পারি।

যদি কোনও কারণে সফর না হয়, তবে বাংলাদেশ বিকল্প পরিকল্পনা ভেবে রেখেছে বলে জানান আকরাম। তিনি বলেন, যদি সফর না হয়, আমাদের সভাপতি বলেছেন, আমরা ঘরোয়া ক্রিকেট শুরু করব। আমরা বিকল্প পরিকল্পনা করব। আমরা যেকোনও পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। এটি নিয়ে আমরা চিন্তিত নই। কারণ, সফর না হলে আমাদের কি করতে হবে, সেই সম্পর্কে আমাদের পরিকল্পনা রয়েছে।

রাজশাহী বার্তা/Durul Haque

এই বিভাগের আরও খবর