খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্হতা কামনায় যুবদলের কোরআন বিতরণ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির উদ্যোগে ছোট বনগ্রাম তালিমুল কুরআন হাফেজিয়া কওমিয়া মাদ্রাসাতে দোয়া ও ছোট ছোট মাদ্রাসার এতিম বাচ্চাদের মাঝে পবিত্র আল-কুরআন উপহার দেওয়া হয়।
এ সময় বাচ্চাদের ঈদ সালামি হিসেবে ১০ হাজার টাকা ও মাদ্রাসার কল্যাণ ফান্ডে আরও ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক ও রাজশাহী মহানগর যুবদলের সদস্য মো. আবদুল কাদের উৎসব৷
বুধবার বিকেলে নগরীর ছোট বনগ্রামের তালিমুল কুরআন হাফেজিয়া কওমিয়া মাদ্রাসায় কোরআন বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে যুবদলের ছোট শিশু ও মাদ্রাসার শিক্ষকদের উদ্দেশ্যে সদস্য সচিব রবি বলেন, বিএনপি সারাদেশে শান্তি, শৃঙ্খলা ও দেশের উন্নতির লক্ষ্যে ৩১ দফা দাবি নিয়ে কাজ করছে। আপনারা যারা কোরআনের হাফেজ আছেন তারা এই ৩১ দফার মনে কয়েকটা বিষয়ে অবদান রাখতে পারেন মানুষের মধ্যে আল্লাহর বাণী ও নবীর হাদিসের দ্বারা সমাজের মানুষদের ভালো পথে আহবানের মাধ্যমে।
তিনি বলেন, আপনারা কোরআনের হাফেজ এবং আল্লাহর পচ্ছন্দের বান্দা। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। তার সুস্থতার জন্য দোয়া করবেন। আপনারা ফিলিস্তিন ও গাজায় অসহায় মুসলিমদের জন্যও খাস দিলে দোয়া করবেন, যাতে আল্লাহ সুবহানাল্লাহ তালার রহমত তাদের ওপর বর্ষণ হয় এবং তারা জালিমদের জুলুম থেকে তারা যেনো রেহাই পায়। তাদের পাশে আমরা না দাঁড়াতে পারলেও আমরা জালিম ইসরায়িলি দখলদার খুনীদের বিরুদ্ধে দেশের মধ্যে থেকেই প্রতিবাদ ও বিক্ষোভ করবো৷ আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশ আছে, সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধেই দাঁড়াতে হবে।
কোরআন শরিফ বিতরণ ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য মৃধা মোমিন, চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ম আহব্বায়ক মাহফুজুর রহমান মানিক, চন্দ্রিমা থানা যুবদলের সাবেক সদস্য ইউসুফ আলী সনি, ১৮ নং ওয়ার্ড যুবনেতা ধলু, ১৯ নং ওয়ার্ড যুবনেতা রাজিব, আলতাফ, আব্দুল কাদের উৎসব, সাইদুল ইসলাম সহ প্রমুখ।
রাজশাহী বার্তা/Rahim