গোদাগাড়ীতে মুক্তিযোদ্ধা সুশীল সরেনকে রাষ্ট্রীয় মর্যাদার দাফন
রাজশাহীর গোদাগাড়ীতে মুক্তিযোদ্ধা সুশীল সরেন (৭৫) এর রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে দাফন সম্পূর্ন হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার পাকড়ি ইউনিয়নের বাউটিয়া এলাকার নারায়নপুর গ্রামের নিজ বাসভবনের সামনে কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একদল চৌকস পুলিশের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আলমগীর হোসেন, সাবেক (ভারপ্রাপ্ত) মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী, পাকড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ইসহাক,কাঁকন হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ প্রমুখ। এছাড়াও উপজেলা অসংখ্য মুক্তিযোদ্ধাসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা সুশীল সরেন নারায়ণপুর গ্রামের মৃত মারা সরেনের ছেলে। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাসভবনে মৃত্যুর কোলে ঢলে পড়েন জাতীর এই শ্রেষ্ঠ সন্তান। তিনি দীর্ঘ দিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রাজশাহী বার্তা/admin