চাঁপাইনবাবগঞ্জে সূর্যের আলোয় চিকমিকি আলো ছড়িয়ে শীতের আগমনী বার্তা

সময়: 9:59 pm - November 13, 2020 | | পঠিত হয়েছে: 168 বার

ঘাসের উপর রাতভর জমা হওয়া ভোরের শিশির সূর্যের আলোয় চিকমিকি আলো ছড়িয়ে জানান দিচ্ছে আসছে শীত। শিশির মাখা একরাশ সজীব স্বপ্ন নিয়ে প্রকৃতি এখন মানুষকে কাছে টানছে।

 

কুয়াশা মাখা প্রকৃতি আর মাঠে মাঠে ফসলের সম্ভাবনার ঘ্রাণ, কৃষকের চোখে-মুখে আনন্দের রেখা।

 

উৎসব, আনন্দ আর শীত, সবকিছুই একসাথে আসছে। বাম্পার ফলনের স্বপ্ন বুনছে কৃষক। প্রকৃতি দুর করে দিচ্ছে কৃষকের শত কষ্টের গ্লানি।

 



প্রকৃতির অপরুপ ছবিতে সাজানো মাকষড়ার জালে আটকা পড়েছে সাহিত্য প্রেমিরা ।

 

বৃহস্পতিবার ভোরবেলা চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ফসলী মাঠ ও পথে-প্রান্তরে ঘুরে দেখা যায়, ঘাসের উপরে আটকে থাকা শীতে ভোরের সূর্য হালকা লালচে রংয়ে দিচ্ছে ঝিলিক।

 

সূর্যের কিরণে মুক্তা মালা চোখে পরে। কুয়াশার প্রতিটি কনা মুক্তার মতো জ্বলছে।

 

গ্রীষ্ম আর শীতের মধ্যে এ যেন অপরূপ এক সেতুবন্ধন। মাঠে প্রান্তরে ভোর বেলা কাটা ধানের উপর মেখে থাকা শিশির জানান দিচ্ছে সম্ভাবনার বার্তা।

 

চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, ভোলাহাট ও নাচোল উপজেলা এবং জেলার আশেপাশর জেলাগুলোতে গত কয়েকদিন ধরেই ভোরবেলা ঘাসে শিশির দেখা যায়।

 

আবহাওয়া অফিসের তথ্য, এবছর বর্ষায় প্রচুর বৃষ্টি হয়েছে। তাই আসছে শীতে কনকনে ঠান্ডা না পড়লেও প্রচুর কুয়াশা পড়বে।

 

কয়েকদিন থেকে রাতে তেমনভাবে বৈদ্যুতিক ফ্যানেরও প্রয়োজন হচ্ছে না, এ থেকেই বোঝা যায়, শীত শিরশির করে দরজায় কড়া নাড়ছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর