শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যদায় বীরমুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌাকা গ্রামের বীরমুক্তিযোদ্ধা ও অবসারপ্রাপ্ত সৈনিক দেলওয়ার হোসেন গতকাল সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহ……রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
বৃহস্পতিবার সকাল ১১টায় পারচৌকা কাওয়াটুলি সরকারি গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে, তিনি স্ত্রী, শিক্ষিত দুই বেকার ছেলে, মেয়ে-জামাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাযায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলার রহমান সনু, শাহাবাজপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, জেলার সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মোয়াজ্জেম হোসেন মুন্টু, বীমুক্তিযোদ্ধা জোবদুল হকসহ এলাকার শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার সহ¯্রাধীন মানুষ।
এর আগে শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) ইকবাল পাশার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে সম্মাননা প্রদান করেন। শেষে বীরমুক্তিযোদ্ধা ও প্রশাসনিক কর্মকর্তারা শোকসন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাত করে সমবেদনা জ্ঞাপন করেন এবং দাফন বাবদ খরচ তুলে দেন ইউএনও।
রাজশাহী বার্তা/admin