ভয়ডরহীন তামিমকে চান ম্যাকেঞ্জি

সময়: 8:34 am - January 27, 2020 | | পঠিত হয়েছে: 177 বার

বাংলাদেশের সেরা ব্যাটসম্যান এখন সমালোচনায় জর্জরিত। একসময় ব্যাট হাতে ক্রিজে নেমেই ঝড় তুলতেন তিনি। সেই তামিম ইকবালই এখন ধীরগতির ব্যাটিংয়ের জন্য সমালোচিত। চলতি পাকিস্তান সিরিজে প্রথম ম্যাচে ৩৪ বলে ৩৯ রানের মন্থর ইনিংস খেলেন দেশসেরা ওপেনার।

পরের ম্যাচে খেলেন ৫৩ বলে ৬৫ রানের স্লো ইনিংস। যা টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে যায় না বললেই চলে। যদিও এ দুই ইনিংস দিয়েই রানে ফিরেছেন তামিম। স্বভাবতই এতে খুশি জাতীয় দলের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি। তবে তার ধীরগতির ব্যাটিং ভাবিয়ে তুলেছে তাকে। ভয়ডরহীন পুরনো ড্যাশিং ওপেনারকেই দেখতে চান তিনি।

রোববার মিরপুরে সাংবাদিকদের ম্যাকেঞ্জি বলেন, তামিম রানে ফিরেছে। বিষয়টি ভালো লাগছে। সে ৩০-৪০ রান করছে। এবার ৬০ রান করেছে। আশা করি, আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ও। তার এখন দ্রুত রান তোলার দিকে মনোযোগ দেয়া উচিত। ৫৩ বলে এ ৬০ রানের ইনিংসকে ৮০ রানের ইনিংসে রূপ দিতে হবে।

তিনি বলেন, তামিম অভিজ্ঞ ক্রিকেটার। কখন কী করতে হবে, সেটা খুব ভালো করেই জানে সে। দলে কতটা গুরুত্বপূর্ণ ও, তাও ভালো করে জানা তার। আমরা ওর কাছ থেকে আরেকটু ভয়ডরহীন ক্রিকেট দেখতে চাই।

গেল বিশ্বকাপের আগ পর্যন্ত টাইগারদের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান ছিলেন তামিম। মাঠে নামলেই রানের ফোয়ারা ছোটাতেন তিনি। তবে বিশ্বমঞ্চ থেকে তার ফর্মহীনতার শুরু। সম্প্রতি রানে ফিরলেও জড়তা কাটছে না। স্বভাবতই কমে যাচ্ছে স্ট্রাইক রেট। বাংলাদেশও পাচ্ছে না উড়ন্ত শুরু তথা বড় স্কোর।

কিন্তু তামিমকে আবার স্বরূপে দেখতে চান ম্যাকেঞ্জি। সেই অতীতের ড্যাশিং ওপেনারকে নতুন রূপে দেখতে চান তিনি। টাইগার ব্যাটিং কোচ বলেন, বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটারদের একজন সে। আমরা সবাই জানি, ও কী করতে পারে। গেল বিপিএলের ফাইনালের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের।

একইসঙ্গে তামিমের সতীর্থদেরও পারফর্ম করার তাগিদ দিয়েছেন ম্যাকেঞ্জি। কারণ, তাদের ওপর আস্থা থাকলে সে নিজে বড় শট খেলতে পারবে বলে মনে করেন তিনি।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর