জয়পুরহাটের পৌরসভায় মোস্তফিজুর রহমান মোস্তাকের জয়
জয়পুরহাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক নৌকা প্রতীকে দ্বিতীয়বারের মতো আবারো নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ২৪ হাজার ৪৯০ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুল হক ধানের শীষে পেয়েছেন ৪ হাজার ১৬১ ভোট।
রোববার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে বেসরকারিভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম।
এছাড়া এ নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ওলিউজ্জামান বাপ্পি, শাহেদুল আহসান সোহেল, জাকির হোসেন মোল্লা, সেলিমুর রহমান বাবুল, ইকবাল হোসেন সাবু, মামুনূর রশিদ মামুন, মতিয়ার রহমান বাবু, নূর ই আলম সিদ্দিকি ও হায়দার আলী পলাশ।
এছাড়াও সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ঝর্ণা বেগম, পাপিয়া ও মুন্নুজান বিবি।
উল্লেখ্য, এ পৌরসভায় আওয়ামী লীগ-বিএনপিসহ ৫ মেয়র প্রার্থী, ৭০ জন সাধারণ ও ১৬ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী অংশ নেন। ২২টি কেন্দ্রে মোট ৫২ হাজার ৪৭৩ জন ভোটার ছিলেন।
রাজশাহী বার্তা/admin