সংখ্যালঘুরা ভারতে চলে যাচ্ছে : ফখরুল

সময়: 7:02 pm - March 25, 2021 | | পঠিত হয়েছে: 89 বার

বর্তমান সরকারের শাসনামলে সংখ্যালঘুদের ওপর নির্যাতন বেড়ে যাওয়ায় তারা দেশ ছেড়ে ভারতে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন বেড়ে যাওয়ায় তারা দেশ থেকে ভারতে চলে যাচ্ছে। আওয়ামী লীগ শুধু মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে চায়।

২০০১ সাল থেকে বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘু নির্যাতন বেশি হচ্ছে দাবি করে তিনি বলেন, বর্তমান সময়ে নিঃসন্দেহে সংখ্যালঘু নির্যাতন বেশি হচ্ছে। এটা আমার কথা নয়। আমেরিকাই তো পারসেন্টেজ বলে দিয়েছে। তাদের পত্র-পত্রিকায় নির্যাতনের খবর আসছে।

সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের গ্রামে হামলার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, বছর দুয়েক আগে ঠাকুরগাঁওয়ে একজন প্রভাবশালী এমপি কয়েকশ একর জমি দখল করেছিলেন। সেটার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মিছিল করেছে, মানববন্ধন করেছে, কিন্তু কোনো সুরাহা বা সমাধান পায়নি। ফরিদপুরেও একই রকম ঘটনা ঘটেছে। এবার শাল্লার ঘটনার নেতৃত্বে দিয়েছে যুব লীগের নেতা। অথচ ওবায়দুল কাদের বলছেন, এখানে বিএনপি নেতৃত্ব দিয়েছে। বিএনপির নাম গন্ধ নেই এখানে। এটা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে ভুল বোঝানো, মানুষকে ভুল রাস্তায় নিয়ে যাওয়া।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর