বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ মার্চ) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এতথ্য জানিয়েছেন।
করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- শেরপুর উপজেলার সুমন (৩৭), সিরাজগঞ্জের শাহজাহান আলী (৭০), বগুড়া সদরের দেলোয়ার হোসেন (৬০), শাহানুর ইসলাম (৪০) এবং বাবলী (৪৫)। এরা সবাই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন।
এছাড়া বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ২৯৯ জনের নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে ৫০ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৩ জন। নতুন আক্রান্ত ৫০ জনের মধ্যে ৪৭ জন সদরের এবং বাকি ৩ জন সারিয়াকান্দি, শিবগঞ্জ এবং দুপচাচিয়ার বাসিন্দা।
এনিয়ে বগুড়া জেলায় করোনায় আক্রান্ত হলেন ১০ হাজার ৩২৮ জন এবং সুস্থতার সংখ্যা ৯ হাজার ৮১৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৫ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৬০ জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ২৫০ জন।
রাজশাহী বার্তা/admin