রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতারক ও চাঁদাবাজ চক্রের ১৬ সদস্য আটক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও এর আশপাশে অভিযান চালিয়ে ‘রোগী ধরা’ ১৬ দালালকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।
নগর ডিবি পুলিশের উপ-কমিশনার (ডিসি) আরেফিন জুয়েল বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভুক্তভোগী এক যুবকের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। এ সময় প্রতারক চক্রের মূলহোতা ফজলুর রহমান ওরফে পলাশসহ (৪৮) ১৬ জনকে আটক করা হয়। পরে নগরীর রাজপাড়া থানায় তাঁদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা রামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে নিয়ে যেতেন। সেখানে গিয়ে রোগীরা প্রতারিত হতেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।
রাজশাহী বার্তা/admin