বগুড়ায় আরও ৩ জনের প্রাণ নিলো করোনা
উত্তরবঙ্গের করোনাভাইরাসের হটস্পট বগুড়ায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় দুই নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪৩ জন।
মৃতরা হলেন— গাবতলী উপজেলার তরফ সরতাজ এলাকার খাজা মিয়া (৪৫), শেরপুরের যুগিগাতী এলাকার জোবেদা খাতুন (৫৫) এবং বগুড়া শহরে চকসূত্রাপুরের রহিমা বেগম (৮০)। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের সংখ্যা কমেছে। ৩১১ নমুনার ফলাফলে নতুন করে ৪৩ জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৩ দশমিক ৯১ শতাংশ। এর আগে গেল সাতদিন জেলায় শনাক্তের হার ২০ শতাংশের উপরে ছিল।
এদিকে একদিনে সুস্থ হয়েছেন ৩৪ জন। নতুন আক্রান্ত ৪৩ জনের মধ্যে সদরের ৩৫ জন, শেরপুরের ৪, দুপচাঁচিয়ার ৩ এবং বাকি একজন শিবগঞ্জের বাসিন্দা।
বুধবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। এর আগের দিন জেলায় ৩১১ নমুনায় ৭৩ জন করোনায় শনাক্ত হয়েছেন।
ডা. তুহিন জানান, ২০ এপ্রিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৯৩ নমুনায় ৩৯ জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস এ ১৬ নমুনায় ৪ জনের পজিটিভ এসেছে।
তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১১ হাজার ৫৩৪ জন। সুস্থ হয়েছেন সংখ্যা ১০ হাজার ১৮৬ জন।এছাড়া নতুন করে ৩ জন মারা যাওয়ায় মোট মৃত্যু ২৮২ জনে দাঁড়িয়েছে। বর্তমানে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ১০৬৬ জন।
রাজশাহী বার্তা/admin