জয়পুরহাটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, আটক ৫

সময়: 10:44 pm - June 9, 2021 | | পঠিত হয়েছে: 61 বার
জয়পুরহাটে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রির অভিযোগে পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বিকালে শহরের রেলস্টেশন এলাকা থেকে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রির সময় তাদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা।
আটকরা হলেন- জয়পুরহাট পৌর শহরের শান্তিনগর মহল্লার মৃত মোবারক আলীর ছেলে শফিকুল ইসলাম(৪৫) আদর্শপাড়া মহল্লার আব্দুল হামিদের ছেলে আব্দুল মমিন(৩২) তেঘর মহল্লার আব্দুল ওহাবের ছেলে রাকিবুল হাসান(২৪) সগুনা মহল্লার আসলাম হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৬) সবুজ নগর মহল্লার মোসলেম হোসেনের ছেলে মশিউর রহমান (৪২)।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জানান, আটককৃতরা দীর্ঘদিন থেকে বিভিন্ন ভুয়া জাতীয় পত্র ব্যবহার করে এবং কাউন্টারের বিক্রি টিকিট দ্বিগুন দামে বিক্রি করে আসছিলেন। রেলস্টেশন এলাকায় কালো বাজারে টিকিট বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ট্রেনের ৪২ টিকিটসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর