সিরাজগঞ্জের বেলকুচিতে নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

সময়: 11:44 pm - June 11, 2021 | | পঠিত হয়েছে: 161 বার

সিরাজগঞ্জের বেলকুচিতে নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১১ জুন) রাতে উপজেলার ভাংগাবাড়ী ইউনিয়নের উত্তর চন্দনগাতী গ্রামে অভিযান পরিচালনা করে এ বাল্যবিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান।

ইউএনও মো. আনিসুর রহমান জানান, চন্দনগাঁতী গ্রামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর (১৪) সঙ্গে একই উপজেলার গাড়ামাসি গ্রামের তাঁতশ্রমিকের (২৫) বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিয়ে বন্ধ করা হয়। এ সময় বাল্যবিয়ের কুফল সম্পর্কে কনের বাবা-মাকে বোঝালে তারা ভুল বুঝতে পারেন এবং মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর