জয়পুরহাটে জেলা পরিষদের বৃক্ষ রোপণ শুরু

সময়: 9:30 pm - June 15, 2021 | | পঠিত হয়েছে: 87 বার
মুজিববর্ষ উপলক্ষে জয়পুরহাট জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১৫ জুন) দুপুরে পাঁচবিবির ডাকবাংলো চত্বরে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগ সভাপতি আরিফুর ইসলাম রকেট।
জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বনজ, ফলদ এবং ওষুধি এই তিন ধরনের গাছ দেশব্যাপী রোপণ করার যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়ন প্রতিটি নেতাকর্মীর পবিত্র দায়িত্ব। এ কর্মসূচির আওতায় জেলা পরিষদের রাস্তার দুই পাশ, পতিত জমি বিভিন্ন উপজেলার ডাকবাংলো এলাকায় পযায়ক্রমে এ মাসের মধ্যেই বৃক্ষ রোপণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী আবুল হায়াত মোহাম্মদ রফিক, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, জেলা পরিষদ সদস্য মামুনুর রশিদ, মহিলা সদস্য রেবেকা সুলতানা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তালেব চৌধুরী বাবু, বালিঘাটা ইউপি চেয়ারম্যান বিপ্লব চৌধুরী, উপজেলা আ.লীগ সিনিয়র সহ-সভাপতি মীর রেজাউল করিমসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।
রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর