রাজশাহীর আড়ানীর পৌর মেয়র মুক্তার আলী গ্রেফতার

সময়: 2:30 pm - July 9, 2021 | | পঠিত হয়েছে: 134 বার

রাজশাহীর আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ। রাজশাহীর পুলিশ সুপার জনাব  এবিএম মাসুদ হোসেন বিপিএম( বার) মহোদয়ের দিকনির্দেশনায়  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটা চৌকস দল এএসপি(ডিএসবি) রুবেল আহমেদ এবং ডিবি ইন্সপেক্টর আতিকের নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানার পাকশী থেকে সারারাত বিশেষ অভিযান চালিয়ে ভোর অনুমান  পাঁচটার দিকে  আটক করতে সক্ষম হয়। এ সময় তার সাথে  থাকা  মো: রাজন আলী (৩০) নামক এক যুবককেও আটক করা হয়।  পরবর্তীতে মুক্তার আলীকে

নিয়ে অভিযান চালানোর একপর্যায়ে বাঘা থানার আড়ানীস্থ তার নিজ বাড়ি থেকে তার দেখানো মতে চার বোতল ফেন্সিডিল,  একশত গ্রাম গাঁজা, নগদ একলক্ষ বত্রিশ হাজার  টাকা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে বাঘা থানায়  মামলা রুজু প্রক্রিয়াধীন।

উল্লেখ্য যে, গত ৭ জুলাই তার বাড়িতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র,গোলাবারুদ, মাদকদ্রব্য এবং প্রায় এক কোটি টাকা উদ্ধার করেছিল রাজশাহী জেলা পুলিশ। তখন  থেকেই তিনি পলাতক ছিলেন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর