রাজশাহীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত
দীর্ঘ ১৮ মাস অপেক্ষার পালা শেষে রাজশাহীর প্রাণহীন শিক্ষাঙ্গনে লেগেছে প্রাণের ছোঁয়া। সকাল ৯টায় জেলার ২ হাজারের অধিক প্রতিষ্ঠানে শুরু হয়েছে শিক্ষা কার্য্যক্রম। আজ রবিবার সকালে শিক্ষকরা স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে বরণ করে নেন। দীর্ঘ দিন পর একত্রিত হতে পেরে দারুণ উচ্ছসিত শিক্ষক শিক্ষার্থীরা।
শুরুর দিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে এক দিন করে ক্লাস হবে। মাধ্যমিক পর্যায়ে যেদিন যে শ্রেণির ক্লাস থাকবে, সেদিন ওই শ্রেণির সর্বোচ্চ দুটি ক্লাস হবে। প্রাথমিকে হবে দিনে তিনটি করে ক্লাস।
প্রতিষ্ঠান গুলো সরকারের নির্ধারিত ১৭টি নির্দেশনা মানছেন কি না সেটি তদারিক করছে শিক্ষা বিভাগ।
রাজশাহী বার্তা/admin