আগামী ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : কবিতা খানম

সময়: 5:15 pm - September 14, 2021 | | পঠিত হয়েছে: 179 বার

আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। আজ মঙ্গলবার দুপুরে নওগাঁর সদর উপজেলা অডিটোরিয়ামে নওগাঁর চার উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন নির্বাচন কমিশনার।

 

কবিতা খানম বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে নির্বাচনগুলোতে অনেক সমস্যায় পড়তে হয়। তাই ইউনিয়ন পর্যায়ে নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীসহ আমরা সবাই সতর্ক অবস্থানে থাকব।’

 

স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র নিতে এসে কেউ যেন কোনো রকম হয়রানির শিকার না হয় সেদিকে কর্মকর্তাদের সজাগ থাকার আহ্বান জানান।

 

স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ। নির্বাচন কমিশন সচিবালয়ের আইইডিএ -দ্বিতীয় পর্যায়ের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, নওগাঁ জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন প্রমুখ বক্তব্য দেন।

 

নওগাঁর নিয়ামতপুর, মান্দা, মহাদেবপুর ও রানীনগর এই চার উপজেলার মোট সাত লাখ ৯৫ হাজার ৪৭টি স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র বিতরণের লক্ষমাত্রা নিয়ে এই কার্যক্রম শুরু হলো। এর মধ্যে নিয়ামতপুর উপজেলার এক লাখ ৭৫ হাজার একটি, মান্দা উপজেলার দুই লাখ ৭৪ হাজার ৫০৩টি, মহাদেবপুরে দুই লাখ ১১ হাজার ৬৭২টি এবং রানীনগরে এক লাখ ৩৩ হাজার ৮৭১টি স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। এ নিয়ে নওগাঁর ১১ উপজেলার মধ্যে সাতটি উপজেলা স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্রের আওতায় এলো।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর