রাজশাহী নগরীতে পৌর মেয়র আব্বাসকে অবাঞ্ছিত ঘোষণা
রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে রাজশাহী নগরীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেয় মহানগর আওয়ামী লীগ।
নগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।
এতে প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নিয়ে কটূক্তি এবং সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় মেয়র আব্বাসকে দল থেকে বহিষ্কার এবং দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
একই সঙ্গে মেয়র আব্বাস আলীকে নগরীর অবাঞ্ছিত ঘোষণা করে যেখানে দেখা যাবে, সেখানেই প্রতিহত করতে নেতাকর্মীদের নির্দেশ দেন ডাবলু সরকার।
এর আগে নগরীর কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। এই কর্মসূচিতে নগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
রাজশাহী বার্তা/admin