ফের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
সময়: 5:43 am - January 29, 2020 | | পঠিত হয়েছে: 193 বার
গেল কয়েক দিন পর আবারও দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। মাঝারি শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়া বয়ে যাওয়ার কারণে এ জেলায় শীতের তীব্রতা দিন দিন বৃদ্ধি পেতে শুরু করেছে। ফলে এ জেলার সাধারণ ও খেটে খাওয়া মানুষেরা পড়েছে চরম ভোগান্তিতে।
রাজশাহী বার্তা/admin বুধবার সকাল নয়টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা হিসাবে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস।তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, আজ আবারও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।