রাবির বন্ধ ক্যাম্পাসে গাছ কাটার ধুম, শিক্ষার্থীদের ক্ষোভ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট থেকে শহীদ জোহা চত্বর পর্যন্ত নানা ধরনের গাছ শোভা পেত। এতে ক্যাম্পাসের সৌন্দর্য ও পবিরেশ ভালো ছিল। এতে শিক্ষার্থীদের যেমন উপকার হত, ঠিক তেমনি ক্যাম্পাস ছিল দৃষ্টিনন্দন।
কিন্তু বন্ধ ক্যাম্পাসে গাছ কাটার যেন ধুম পড়েছে। চির চেনা সেই গাছগুলো কেটে ফেলা হয়েছে। এতে ক্যাম্পাসের সেই রূপ আর দেখা যাচ্ছে না। রাস্তার দুপাশের গাছ কেটে ফেলায় পরিবেশের সঙ্গে নষ্ট হচ্ছে এর সৌন্দর্য। তাই শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানিয়ে। আজ সোমবার ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ ফেসবুক গ্রুপে এই ছবি পোস্ট করা হয়েছে। যেখানে দেখা গেছে কেটে সাবাড় করে ফেলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকা বর্তমান প্রশাসন এর আগেও ক্যাম্পাসের বিভিন্ন স্থানের গাছ কেটেছে। কিন্তু শিক্ষার্থীদের প্রতিবাদ সত্ত্বেও তারা গাছ কাটা থাকায়নি। এভাবে চলতে থাকলে রাজশাহী বিশ্ববিদ্যালয় তার আগের সৌন্দর্য হারিয়ে ফেলবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এ বিষয়ে জাবদিহিতার মধ্যে নিয়ে আসা প্রয়োজন বলেও মনে করেন তারা।
গাছ কাটায় শিক্ষার্থীদের প্রতিবাদ ও ক্ষোভ সালমান শান্ত নামের একজন ব্যাঙ্গ করে লিখেছেন, ‘সেপ্টেম্বর আসতে আসতে বৃক্ষহীন এক মরুভূমিতে পরিণত হবে রাবি ক্যাম্পাস। আসুন আমরা সকলে রাবি ক্যাম্পাসকে সাহারা মরুভূমিতে রূপান্তর করার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই।’
মো. রোমিও হাসান ব্যাঙ্গ করে লিখেছেন, ‘নতুন রাবিতে সবাইকে স্বাগতম। বেশি বেশি গাছ কাটুন, করোনা রুখতে এগিয়ে আসুন।’ একজন প্রশ্ন রেখে বলেছেন, ‘মেইন গেট থেকে জোহা চত্বর পর্যন্ত এই গাছগুলো কেটে ফেলার কারণ কি?’
রাজশাহী বার্তা/admin