শোষণের বিরুদ্ধে আন্দোলনে জনগণের পাশে থাকব : বাদশা
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, জনগণের নায্য দাবি আদায়ে কখনও পিছু পা হইনি। ভবিষ্যতেও হবো না। যতদিন বেঁচে আছি শোষণের বিরুদ্দে আন্দোলনে জনগণের পাশেই থাকব।
গতকাল শুক্রবার বিকালে ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশে তিনি এ কথা বলেন। বন্দরনগরীর লালদীঘি ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিচ্ছিলেন ফজলে হোসেন বাদশা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি।
সমাবেশে ফজলে হোসেন বাদশা আরও বলেন, পত্রিকায় জেনেছি ৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। কানাডায় প্রবাসী বাঙালিরা মিছিল করেছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে। উন্নয়ন যে হয়েছে তার ফল বিদেশে পাচার হয়ে গেছে। এগুলো রুখে দাঁড়াতে হবে এখনই। তিনি বলেন, যারা বিদেশে টাকা পাচার করছেন তারাই আজকের দিনের প্রকৃত রাজাকার।
সামাজিক ন্যায্যতা ও সমতার ভিত্তিতে অসা¤প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ২১ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য হাজী বশিরুল আলম। পার্টির চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক শরীফ চৌহানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- পলিট ব্যুরো সদস্য কামরুল আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মাসুদ আহমেদ, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি আবু হানিফ প্রমুখ।