চাঁপাইনবাবগঞ্জে ত্রাণ দেওয়ার কথা বলে বিকাশে টাকা হাতিয়ে নেয়া প্রতারক গ্রেফতার

সময়: 3:54 pm - May 7, 2020 | | পঠিত হয়েছে: 2162 বার

করোনা ভাইরাস উপলক্ষে দেশব্যাপী কর্মহীন অসহায় পরিবারকে ত্রাণ দেয়ার নামে প্রতারণার অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। প্রতারককে ৬ মে বুধবার কুমিল্লা জেলা পুলিশের সহায়তায় কক্সবাজার জেলার চকরিয়া থানার দুর্গম এলাকা হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত প্রতারক কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন সোসাইটি পাড়া গ্রামের মোঃ মোবারক হোসেনের ছেলে মোঃ ইফতেখার হোসেন শাহারুখ (১৯)।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ মাহবুব আলম খান পিপিএম জানান, করোনা ভাইরাস সংক্রমনরোধে সরকারি বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে কর্মহীন হয়ে পড়া পরিবারগুলোকে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ হতে  ত্রাণ সহায়তা দেয়ার নামে জেলার বিভিন্ন উপজেলার আওয়ামীলীগ নেতাদের মাধ্যমে বিভিন্ন অসহায় পরিবারের তালিকা তৈরী করে  সদস্য ফি বাবদ প্রত্যেকের নিকট হতে ৭০০ টাকা উত্তোলন করে তাদের কাছে বিকাশের মাধ্যমে পাঠাতে বলে।

প্রত্যেকের ৭০০ টাকা করে প্রেরণের পর তাদের নামে ৭ হাজার টাকা সমমুল্যের ত্রাণ অথবা নগদ অর্থ প্রদান করা হবে বলে জানায় প্রতারকচক্র। এই আশ্বাসে শিবগঞ্জ উপজেলার কিছু আওয়ামী লীগের নেতাকর্মী উপজেলার প্রায় ৭০ টি পরিবারের নিকট হতে ৭০০ টাকা করে প্রায় অর্ধ লক্ষ টাকা উত্তোলন করে বিকাশের মাধ্যমে প্রতারকচক্রের কাছে প্রেরণ করে। পরবর্তীতে ত্রাণ না পেয়ে কর্মহীন পরিবারগুলো নেতাদের নিকট টাকা ফেরত চায়। তখন চাঁদা উত্তোলনকারী ওই নেতারা উক্ত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পায়।

এই প্রেক্ষিতে ওই প্রতারকচক্রের বিচার চেয়ে শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে এক ভুক্তভোগী। বিষয়টি পুলিশ সুপার নজরে আসলে তিনি প্রতারকদের গ্রেফতারের জন্য জেলা গোয়েন্দা শাখাকে নির্দেশ প্রদান করেন।

পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিবের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা প্রতারকের অবস্থান নিশ্চিত করে কুমিল্লা জেলা পুলিশের সহায়তায় তাকে কক্সবাজার জেলার চকরিয়া থানার দূর্গম এলাকা হতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ইফতেখারের নিকট হতে নগদ ৫ হাজার টাকা এবং তার ব্যবহৃত ২টি মোবাইল জব্দ করা হয়েছে। মুল প্রতারক মিজানকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর