রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১১ জন

সময়: 8:28 pm - May 11, 2020 | | পঠিত হয়েছে: 562 বার

করোনাভাইরাসে উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগিদের মধ্যে সাতজনকে মিশন হাসপাতালে এবং ৪ জনকে রামেক হাসপাতালের করোনাভাইরাস পর্যবেক্ষণ ওয়ার্ড ৩৯ ও ৪০ নং ওয়ার্ডে রাখা হয়েছে। একই সময় হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে ১০ জনকে। নমুনা পরীক্ষার পর নেগেটিভ আসায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।

সোমবার দুপুরে রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস সাংবাদিকদের জানান, গত ২৪ ঘন্টায় জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এসেছেন ১১ জন। এদের মধ্যে ৭ জনকে মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময় মিশন হাসপতালে ভর্তি ৬ জনকে ছেড়ে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, জ্বর আরও চারজন ভর্তি হন। তাদের ৩৯ ও ৪০ নং ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে। একই সময় এই দুই ওয়ার্ড থেকে ছেড়ে দেয়া হয়েছে চারজন।

ডা. সাইফুল ফেরদৌস বলেন, করোনা আক্রান্ত একজন রোগি মারা যাওয়ার কারণে রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতাল লকডাউন করা হয়েছিল। সেটি আজ খুলে দেয়া হয়েছে। এখন থেকে এ হাসপাতালে রোগি রাখা হবে বলে জানান তিনি।

রাজশাহীতে গত ১২ এপ্রিল প্রথম করোনাভাইরাস (কোভিড-১৯) রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত রাজশাহীতে করোনা আক্রান্ত রোগি সংখ্যা ১৭ জন। আক্রান্তদের মধ্যে পুঠিয়া উপজেলায় পাঁচজন, বাগমারায় একজন, মোহনপুরে চারজন ও বাঘা উপজেলায় একজন, দুর্গাপুুরে দুইজন, তানোরে তিনজন ও পবায় একজন। এদের মধ্যে বাঘার আব্দুস সোবহান মারা যান। আর সুস্থ্য হয়েছেন বাগমারার একজন ও পুঠিয়ার একজন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর