বেটার চাঁপাইনবাবগঞ্জ প্রতিভা বিকাশ কন্টেস্ট

সময়: 1:56 pm - May 15, 2020 | | পঠিত হয়েছে: 112 বার

করোনাকালে হোম কোরেন্টিনে অবসর কাটানো সময়ে আপনার শিশুর/আপনার/যৌথভাবে বিশেষ যোগ্যতা তুলে ধরে পোস্ট করুন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার।

আপনি/আপনার শিশু কোন বিষয়ে পারদর্শী❓
👉 ভিডিওঃ
ছড়া আবৃত্তি, কবিতা আবৃত্তি, অডিও/ভিডিও গান, গজল, জোকস, নাচ, নিজের অভিনীত গান, নাটক ইত্যাদি নিজের করা ভিডিও পোস্ট করুন গ্রুপে।

👉চিত্রাঙ্কনঃ
নিজের আঁকা চিত্র পোস্ট করুন গ্রুপে।

👉লিখাঃ
নিজের লিখা ছড়া, কবিতা, ছোটগল্প, গান পোস্ট করুন গ্রুপে।

🔷 অংশ নিলেই পাবেন ১ টি করে পার্টিসিপেশন পুরস্কার।

🔶 আর প্রতিযোগিতায় জয়ী হয়ে জিতে নিন ১ম, ২য়, ৩য় স্থানের জন্য পুরস্কার।

প্রতিযোগিতার শর্তাবলী –
১। প্রতিযোগীতায় অংশ নিতে উপরোক্ত বিষয়ের কোন বিষয়ে পারদর্শী সেটার ভিডিও বা চিত্র বা লিখা পোস্ট করতে হবে নিজ আইডি শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের আইডি থেকে পোস্ট করতে হবে।

২। পোস্টটি নিজ টাইমলাইনে শেয়ার দিতে হবে। এ জন্য প্রতিযোগির টাইমলাইন ভিজিট করে দেখা হবে।

৩। প্রতিযোগী যেকোনো বয়সের হতে পারবে। এ ক্ষেত্রে বয়সের কোন সীমা নেই। তবে শিশুদের উৎসাহিত করা হচ্ছে।

৪। পোস্টকৃত বিষয় লাইক পাওয়ার ভিত্তিতে বিজয়ী নির্ধারিত হবে।

৫। ছবিতে লাইক পেতে বন্ধুদের মেনশন দেয়া যাবে। পোস্ট শেয়ার বা লিংক মেসেঞ্জারে শেয়ার করেও আপনার পক্ষে লাইক ভোট চাইতে পারবেন।

৬। একজন একাধিকবার বা বিষয়ে অংশ নিতে পারবেনা।

৭। কোন প্রকার কপি করার অভিযোগ প্রমাণিত হলে পোস্ট বাতিল করা হবে।

৮। অংশ নিতে প্রতিযোগীতার নাম, প্রতিযোগীর নাম, বাচ্চাদের ক্ষেত্রে স্কুল ও শ্রেণী উল্লেখ করতে হবে।

৯। অংশগ্রহণকারী পোস্টের স্ক্রিনশট, পোস্ট লিংক, নিজ ঠিকানা ও ফোন নং এডমিন বরাবর ইনবক্সে প্রেরণ করবে।
১০। প্রতিযোগিতা অংশগ্রহণকারী প্রত্যককেই সান্ত্বনা পুরস্কার হিসেবে সল্প মূল্যের গিফট বা টি শার্ট কুরিয়ারে বা হাতে হাতে প্রদান করা হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীকে বেটার চাঁপাইনবাবগঞ্জের যেকোনো পরবর্তী সামাজিক প্রোগ্রামের সময় পুরস্কৃত করা হবে।

১১। পোস্টের শুরুতেই লকডাউনে বেটার চাঁপাইনবাবগঞ্জ প্রতিভা বিকাশ কন্টেস্ট কথাটি উল্লেখ করতে হবে।
১২। অশ্লীল বা গ্রুপ রুল বিরোধী কোন পোস্ট এপ্রুভাল করা হবে না।

🔴 এ কন্টেস্ট সরকার ঘোষিত সাধারণ ছুটি পর্যন্ত কন্টেস্ট চলবে। পরবর্তীতে পোস্টকারী বাতিল প্রতিযোগী বলে গন্য হবে।

উক্ত শর্তাবলী ভঙ্গ হলে অংশগ্রহণকারী বাতিল হিসেবে বিবেচিত হবে। তাছাড়া যেকোন সময় পরিবর্তন,পরিবর্ধন, পরিমার্জন বা বাতিল করার ক্ষমতা গ্রুপ কর্তৃপক্ষের বিবেচনাধীন।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর