সামাজিক দূরত্ব বজায় রাখতে বাজার মনিটরিং, সময় বাড়লো ২ ঘন্টা

সময়: 12:17 pm - May 15, 2020 | | পঠিত হয়েছে: 173 বার

সরকারি নির্দেশনা মেনে সীমিত পরিসরে দোকান খোলা রাখা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে বাজার পরিদর্শন করেছে জনপ্রতিনিধি ও প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল,জেলা প্রশাসক মো: শাহরিয়াজ,পুলিশ সুপার লিটন কুমার সাহা, সেনাবাহিনীর প্রতিনিধি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার,উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যন্য কর্মকর্তাবৃন্দ।বাজারে লোকসমাগম ফাঁকা করতে ও জনগন যাতে সামাজিক দূরত্ত্ব বজায় রেখে কেনা-কাটা করতে পার তার জন্য বাজার খোলা রাখার সময় ২ ঘন্টা বৃদ্ধি করেছে প্রশাসন। এখন সকাল ৮ টা থেকে শুরু হয়ে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। আগে যেটা ছিলো সকাল ১০টা থেকে ৪টা।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর