রাজশাহীর মিশন হাসপাতালে নতুন করে একজন করোনা পজিটিভ

সময়: 7:40 pm - May 16, 2020 | | পঠিত হয়েছে: 1885 বার

রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় শনিবার (১৬ মে) তার করোনা শনাক্ত হয়। এই রোগীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকায়। রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান সাবেরা গুলনাহার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, মিশন হাসপাতালে চিকিৎসাধীন ওই রোগীর বয়স ৩৮ বছর। তিনি পুরুষ। শনিবার রামেকের ল্যাবে এক শিফটে ৯৪টি নমুনা পরীক্ষা করতে দেয়া হয়। এর মধ্যে ৮৯টির রিপোর্ট পাওয়া গেছে। ত্রুটি থাকায় বাকিগুলোর রিপোর্ট হয়নি। রিপোর্ট পাওয়া ৮৯টির মধ্যে শুধু একজনের নমুনায় করোনা পজিটিভ এসেছে। করোনার সন্দেহভাজন রোগিদের জন্য রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল প্রস্তুত করা হয়। রামেক হাসপাতালে যাওয়া কোনো রোগীর করোনা উপসর্গ থাকলে তাকে মিশন হাসপাতালে পাঠানো হয়।

এই প্রথম মিশন হাসপাতালের কোনো রোগীর করোনা শনাক্ত হলো। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ওই রোগী গত বৃহস্পতিবার রামেক হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তখন সেখান থেকেই তাকে মিশন হাসপাতালে পাঠানো হয়। তার শরীরে জ্বর, সর্দিসহ করোনার সব উপসর্গ ছিলো। তাই নমুনা পরীক্ষা করা হয়। এতেই তার করোনা শনাক্ত হয়েছে। সাইফুল ফেরদৌস আরও জানান, করোনা শনাক্ত হওয়ায় ওই রোগীকে আর বাইরে পাঠানো হবে না।

মিশন হাসপাতালের নিচতলায় তাকে আইসোলেশনে রাখা হবে। রাজশাহীতে গত ১২ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর শনিবার পর্যন্ত ২১ জন শনাক্ত হলেন। শুক্রবার রাজশাহী মহানগরীতে প্রথম করোনা শনাক্ত হয়। এছাড়া পবা উপজেলায় ঢাকা থেকে আসা এক পোশাক শ্রমিক নিজেকে করোনা পজিটিভ বলে দাবি করেছেন। আবারও তার নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি করোনায় আক্রান্ত হলে জেলায় এখন করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা হবে ২২ জন। আর মিশন হাসপাতালের এই ব্যক্তিকে ধরলে রাজশাহী মহানগরে এখন আক্রান্ত রোগী দুইজন। রাজশাহীতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ছয়জন। আর মারা গেছেন একজন। জেলার গোদাগাড়ী ও চারঘাট উপজেলা এখনও করোনামুক্ত রয়েছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর