রাজশাহীতে নতুন করে আরও ৭ জনের করোনা শনাক্ত
রাজশাহীর আরও সাতজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।আজ শনিবার দুপুরে রাজশাহী সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯ জনে।
রাজশাহীর সিভিল সার্জন এনামুল হক জানান, গত ২১ মে রাজশাহীর ৫১ জনের নমুনা ঢাকার ন্যাশনাল শেরেবাংলা ইন্সটিটিউটতে পরীক্ষার জন্য পাঠানো হয়।
শনিবার তার ফলাফল পাঠানো হয়েছে। এতে সাতজনের পজেটিভ এসেছে। বাকি ৪৪ জনের নেগেটিভ। নতুন আক্রান্তদের মধ্যে তানোরের তিনজন, পবার একজন, দুর্গাপুরের একজন, পুঠিয়ার একজন ও বাঘার একজন। নতুন সাতজন নিয়ে শনিবার দুপুর পর্যন্ত রাজশাহীতে করোনা আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে।
রাজশাহী নগরে পাঁচজন, বাঘায় চারজন, পুঠিয়ায় আটজন, দুর্গাপুরে তিনজন, বাগমারায় তিনজন, মোহরপুরে পাঁচজন, তানোরে নয়জন ও পবায় দুইজন।রাজশাহীতে এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন নয়জন এবং মারা গেছেন একজন।
রাজশাহী বার্তা/admin