মাতাল চালকের প্রাইভেটকারচাপায় প্রাণ গেল কলেজছাত্রের

সময়: 4:32 pm - February 2, 2020 | | পঠিত হয়েছে: 168 বার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মাতাল চালকের প্রাইভেটকারচাপায় প্রাণ হারালেন এক কলেজছাত্র। নিহতের নাম হৃদয় সাহা (২৩)।

শনিবার রাত ৯টার দিকে উপজেলার পৌরশহরের মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মূলফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া মহল্লার বাসিন্দা ব্যবসায়ী আকালু সাহার ছেলে। তিনি সিরাজগঞ্জের চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্র।

এদিকে এ দুর্ঘটনার পর প্রাইভেটকারচালক ফজলুল হককে আটক করেছে পুলিশ। তিনি এ সময় নেশাগ্রস্ত ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় হৃদয় হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় ফজলুল হক তার প্রাইভেটকার চালিয়ে ওই স্থান অতিক্রম করার সময় হৃদয়কে চাপা দেন। গুরতর আহতাবস্থায় তাকে সিরাজগঞ্জ বেগম ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এখানে তার অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান।

পরে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

তারা আরও জানান, হৃদয়কে চাপা দিয়ে মাতাল চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার দিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেটকারের ধাক্কায় বিদ্যুতের খুঁটি ভেঙে পৌরশহরে বিদ্যুৎসংযোগ বন্ধ হয়ে যায়।

এ সময় ওই খুঁটিতে থাকা দুটি ট্রান্সফরমারও পড়ে যায়। দুর্ঘটনায় মাতাল চালক ফজলুল হকও আহত হন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক নূরে আলম জানান, প্রাইভেটকারচালক ফজলুল হক নেশাগ্রস্ত ছিলেন। ফজলুল হকের বাড়ি পিরোজপুরে। তিনি দীর্ঘদিন ধরে উল্লাপাড়ায় বাস করছেন।

নিহত হৃদয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বেগম ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গাড়িসহ চালককে আটক করা হয়েছে।

রাজশাহী বার্তা/admin

এই বিভাগের আরও খবর