শিবগঞ্জে আহত অবস্থায় বিরল প্রজাতির ঈগল পাখি উদ্ধার
শিবগঞ্জের কানসাট বাজার এলাকা হতে দূর্ঘটনায় গুরতর আহত অবস্থায় একটি বিরল প্রজাতির ঈগল পাখি উদ্ধার করে চিকিৎসা সেবা দিয়েছে শিবগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর। শিবগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ অফিসার রণজিত চন্দ্র সিংহ জানান, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে জনৈক ব্যক্তির ফোনের মাধ্যমে জানতে পেরে আমার নেতৃত্বে মনাকষা ইউনিয়নের সিল আব্দুল মান্নান লিটন ও উপজেলা প্রাণীসম্পদ অফিসের এল এস এ মমতাজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাখিটিকে উদ্ধার করি। পাখিটির একটি ডানা ভেঙ্গে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় অবস্থা আশঙ্কাজনক।
তবে প্রাণী সম্পদ হাসপাতালে এনে চিকিৎসা করা হয়েছে। এখন কিছুটা ভাল আছে। আমাদের জেলা পর্যায়ের উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাখিটির অবস্থা ভাল হলে বন বিভাগে হস্তান্তর করা হবে। তিনি আরো জানান, এধরনের শিকারী পাখি আমাদের দেশে নেই। ধারণ করা হচ্ছে পাখিটি রাস্তা ভুলে পার্শবর্তী দেশ ভারত থেকে এসেছে।
রাজশাহী বার্তা/admin