পবায় চোর সিন্ডিকেটের সদস্যসহ মটরসাইকেল উদ্ধার
রাজশাহীর পবায় চোর সিন্ডিকেটের সদস্যসহ চুরি যাওয়া মটরসাইকেল উদ্ধার করেছে আরএমপি পবা থানা পুলিশ। মঙ্গলবার বিকালে বড়গাছি বাজার থেকে আব্দুল লতিফ নামের চোর আটকসহ এ মটরসাইকেল উদ্ধার করা হয়। বুধবার আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সকালে পবা থানাধীন মাধবপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে সোহাগ আলী বড়গাছি কেনা-কাটার জন্য বাজারে আসে। সোহাগ আলী তার শ্বশুর আব্দুল মজিদের মিথিলা স্টোরের পাশে বাজারের জামে মসজিদের গলিতে বাজাজ ডিসকভার-১২৫ মটরসাইকেলটি লক করে রাখে। প্রয়োজনীয় কাজ শেষে এসে দেখে মটরসাইকেলটি সেখানে নেই। আশে পাশে খোঁজাখুঁজি করেও মটরসাইকেলটি না পেয়ে পবা থানায় অভিযোগ দাখিল করে।
বিষয়টি পুলিশের উর্ধ্বতন মহলে জানানো হয়। পবা থানা পুলিশ ওই এলাকায় ব্যাপক তৎপরতা শুরু করেন। এরপর উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলামের নির্দেশে পবা থানা অফিসার্স ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে এসআই এসএম রেজাউল করিমসহ সঙ্গীয় ফোর্সের সহযোহিতায় বিভিন্ন স্থানে উদ্ধার অভিযানে নামেন। ব্যাপক গোয়েন্দা তৎপরতা, বিশেষ বিশেষ ব্যক্তির প্রাপ্ত তথ্যাদির ভিত্তিতে একই বাজারের আফজালের সারের দোকানের সামনে চেকপোস্ট বসানো হয়।
একপর্যায়ে চুরিকৃত মটরসাইকেল চালিয়ে আব্দুল লতিফ নামের চোর ব্যক্তির পথ রোধ করা হয়। এ সময় সে সন্তাষজনক জবাব দিতে না পারায় এবং হারানো গাড়ীর নম্বর মিলে যাওয়ায় তাকে আটক করা হয়। আটককৃত আব্দুল লতিফ গাইবান্ধা জেলার উত্তর ভাংগামোড় বেপারীপাড়ার অকিম উদ্দিনের ছেলে। আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, মোটরসাইকেল ঘটনার সাথে তার সঙ্গবদ্ধ দল রয়েছে। তারা বিভিন্ন জেলা ও উপজেলা শহর হতে মোটরসাইকেল চুরি করে অন্যত্র বিক্রয় করে থাকে।
রাজশাহী বার্তা/admin